সব চলচ্চিত্রই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি প্রতিটি সিনেমাই মূলত নারীকেন্দ্রিক। এগুলোর মধ্যে যেকোনো একটি সিনেমা স্থান পাবে অস্কারে। লিখেছেন জাহাঙ্গীর বিপ্লব শুরুতেই আসা যাক জয়া আহসানের ‘নকশিকাঁথার জমিন’ প্রসঙ্গে। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমাটি পরিচালনা করেছেন আকরাম খান। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটিতে মূলত একাত্তরে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। এ সিনেমায় সংলাপ খুবই কম, নীরবতার ভেতর দিয়েই যাতনা থেকে দ্রোহ, বিপরীত বহু ভাবকে পর্দায় বাক্সময় করে তুলেছেন পরিচালক আকরাম খান। নকশিকাঁথার জমিন সিনেমায় আলাদা করে নজর কেড়েছে রাহেলা। চরিত্রটিকে প্রাণ দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। মুখে কোনো কথা নেই, চোখের ভাষাতেই বহু কথা বলেছেন তিনি। জয়া বলেন, ‘চরিত্রটার চোখের পাতা খুব একটা পড়ে না। দুঃখ ভারাক্রান্ত থাকে, চরিত্রটাই...