সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে গৎবাঁধা উত্তর লেখাকে নিরুৎসাহিত করা হয়, শিক্ষার্থীর নিজের ভাষায় লেখা উত্তরকে উৎসাহিত করা হয়। কিছু বিষয় খেয়াল রাখলেই শিক্ষার্থীরা খুব সহজেই নিজের ভাষায় গুছিয়ে উত্তর লিখতে পারবে। লিখেছেন এনাম-উজ-জামান উত্তর লেখার সময় সহজ সরল বোধগম্য পরিচ্ছন্ন বাক্য লেখার চেষ্টা করো। একটি একটি করে বাক্যের মাধ্যমে তোমার উত্তরটি গড়ে ওঠে। তাই বাক্যগুলো পরিচ্ছন্ন হলে সম্পূর্ণ লেখাটিও পরিচ্ছন্ন ও হৃদয়গ্রাহী হবে। তাই গোছানো উত্তর লিখতে প্রথমেই বাক্যগঠনে মনোযোগ দাও। সৃজনশীল পদ্ধতিতে উত্তর বেশি লেখার জন্য বাড়তি কোনো নম্বর নেই। কিন্তু শিক্ষার্থীদেরই একটি ভুল ধারণা আছে, বেশি লিখলেই বুঝি বেশি নম্বর পাওয়া যায়। বেশি লিখতে গিয়ে তারা অপ্রাসঙ্গিক আলোচনা লিখে ফেলে। এর ফলে পরীক্ষক বিরক্ত হন। নম্বর কম আসে। বেশি নম্বর পাওয়ার জন্য প্রশ্নে যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকু লিখতে...