সংবাদ সম্মেলনের শুরুতে দীর্ঘ লিখিত বক্তব্য পাঠ করেন জামালপুরের ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। তার বক্তব্যে বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় ক্রীড়া উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যেভাবে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবির নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, তার তীব্র প্রতিবাদ আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।’ বিসিবি নির্বাচনকে ঘিরে মূল অভিযোগগুলো এ রকম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং সঠিক পদক্ষেপ গ্রহণ না করে গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, এর ফলে বিভাগীয় কমিশনার...