মানিকগঞ্জের সিংগাইরে চলছে আখ কাটার ভরা মৌসুম। মাঠে মাঠে সবুজ সারি, কৃষকের পদচারণা, কোথাও চলছে আখ কাটার ব্যস্ততা, কোথাও বা আঁটি বেঁধে বাজারজাতের প্রস্তুতি। এ বছর অনুকূল আবহাওয়া ও দোআঁশ মাটির কারণে উৎপাদন ভালো হয়েছে। ফলে বাজারে চাহিদা থাকলেও চাষিরা মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। চাষিদের প্রত্যাশা, ন্যায্য মূল্য নিশ্চিত হলে সিংগাইরের আখ চাষ আরও জনপ্রিয় হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর সিংগাইরে ২৮০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যা গত বছরের সমান। তবে উৎপাদন অন্যান্য বছরের তুলনায় বেশি। এই মৌসুমে প্রায় ২৭ কোটি ২০ লাখ টাকার আখ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখানকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার বায়রা ইউনিয়নে সবচেয়ে বেশি আখ চাষ হয়েছে। এ...