মহান আল্লাহ বিশ্বচরাচরের প্রতিটি সৃষ্টিকে তার মহা প্রজ্ঞা ও পরিকল্পনার আলোকে সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের প্রতিটি প্রাণী, উদ্ভিদ, জড়-অজড় বস্তু সবই এক মহান স্রষ্টার অস্তিত্ব, শক্তি ও জ্ঞানের সাক্ষ্য বহন করছে। কিন্তু এ বিশাল জগতের মধ্যে মহান আল্লাহ মানুষকেই দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান এবং সৃষ্টির সেরা পরিচয়। মানুষকে করেছেন পৃথিবীতে তার খলিফা ও দায়িত্বশীল প্রাণী। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা ঘোষণা করেছেন, ‘তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব হয়েছে।’ (সুরা আলে ইমরান ১১০) এ ঘোষণা মানুষকে কেবল সম্মানিত করার জন্য নয়, বরং দায়িত্ব ও কর্তব্যে সচেতন করার জন্য। মানুষের এ মর্যাদা কেবল দৈহিক গঠন বা সৌন্দর্যের কারণে নয়। মহান আল্লাহ মানুষকে দিয়েছেন বিবেক, বুদ্ধি, চিন্তা ও সঠিক-ভুল পার্থক্য করার ক্ষমতা। আর এই যোগ্যতাই মানুষকে অন্য সব প্রাণীর চেয়ে স্বতন্ত্র...