সাম্প্রতিক সময়ে এশিয়ার অঞ্চলের ভূ-রাজনীতিতে ব্যাপক রদবদল হয়েছে। আর এর তীব্র আঁচ লেগেছে দক্ষিণ এশিয়ায়। গণবিক্ষোভের মুখে শেষ চার বছরে দক্ষিণ এশিয়ায় তিনটি দেশ- শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকার পতন হয়েছে। এই গণবিক্ষোভের পেছনে মুখ্য কারণ হিসেবে কাজ করেছে শ্লথ অর্থনীতি, তরুণদের কর্মসংস্থানের সুযোগ কমে আসা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া। ক্রমবর্ধমান দুর্নীতি ও বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ‘জেন-জি’ বিক্ষোভ আর সহিংসতার মধ্য দিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ এর সবশেষ উদাহরণ। দেশটিতে ২০০৪ সাল থেকেই বেকারত্বের হার ১০ শতাংশের ওপরে। এ বেকারত্ব নেপালকে অতিমাত্রায় প্রবাসী আয় ও বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল করে তোলে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, এসব সংকটের পেছনে বাইরের হাওয়ার প্রভাবও রয়েছে। উন্নয়নমূলক কর্মযজ্ঞ চালিয়ে নেওয়া, সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতি এই দুই চাপের...