খবর প্রকাশের জেরে রংপুরের দৈনিক সংবাদ ও একুশে টিভির প্রতিনিধি লিয়াকত আলী বাদলকে তুলে এনে সিটি করপোরেশনে আটকিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ ও মব সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে। জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর বুধবার দৈনিক সংবাদে ‘রংপুরের জুলাই যোদ্ধাদের নামে অটো রিকশার লাইসেন্স প্রদান, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এর জের ধরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে কাচারী বাজারের সামনে থেকে জুলাই যোদ্ধা পরিচয়ের ১৫-১৬ জন যুবক একটি অটো রিকশাতে করে জোরপূর্বক তুলে এনে রংপুর সিটি করপোরেশনের ভেতরে নিয়ে যায়। এ সময় তারা মব সৃষ্টি করে সাংবাদিক বাদলকে মারধর করে। খবর পেয়ে...