দীর্ঘ আলোচনা ও যুক্তি-তর্কের পর সকলের ঐকমত্যে জুলাই সনদ চূড়ান্ত হলেও কয়েকটি রাজনৈতিক দলের অনমনীয় জেদ ও ভুলের কারণে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এবি পার্টি।শনিবার দলের জাতীয় নির্বাহী কাউন্সিলের (এনইসি) বিশেষ সভায় এই উদ্বেগ প্রকাশ করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জুলাই সনদ বাস্তবায়নে কর্মপন্থা নির্ধারণ, জাতীয় নির্বাচন প্রস্তুতি ও জোট গঠন নিয়ে আলোচনা করতে এদিন সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি দরকার ছিল জাতীয় ঐক্য। কিন্তু রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দূরত্ব ও কাদা ছোড়াছুড়িতে সেই ঐক্য ও রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—যা জুলাই গণঅভ্যুত্থানের উদ্দেশ্যের বিপরীত। এ অবস্থায় প্রধান উপদেষ্টার পদক্ষেপ...