সারা দেশে এবার ৩১ হাজার ৫৭৬ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ সাত হাজার ৫৪টি। ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংখ্যা ১০ হাজার ৯৭২টি। আর ঝুঁকি নেই ১৩ হাজার ৫৫০টি মণ্ডপে। অধিক ঝুঁকিপূর্ণ মণ্ডপের মধ্যে মেট্রোপলিটন এলাকাগুলোয় আছে ৩৯৬টি। আর রেঞ্জ এলাকায় আছে ছয় হাজার ৬৫৮টি। অপরদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় মেট্রোপলিটনগুলোতে ৫০৮টি এবং রেঞ্জ এলাকায় আছে ১০ হাজার ৪৬৪টি। পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি তালিকা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ওই তালিকাকে আমলে নিয়ে নিরাপত্তা ছক প্রণয়নে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৪তম সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। সভায় অন্যান্য আলোচনা সম্পর্কে সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলা তদন্তের...