ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর চাপে ভরা মুহূর্ত। কিন্তু এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব একেবারেই ভিন্ন সুরে মন্তব্য করলেন। তার মতে, ভারত–পাকিস্তান ম্যাচকে আর ‘রাইভালরি’ বলা যায় না।১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন দুই ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মা। মাত্র ৫৯ বলে তারা গড়ে তোলেন ১০৫ রানের রেকর্ড জুটি। অভিষেক খেলেন ৩৯ বলে বিস্ফোরক ৭৪ রানের ইনিংস, যা সাজানো ছিল ৬ চার ও ৫ ছক্কায়। গিলও ফিরেছেন ৪৭ রানে। ভারতের জয় আসে ৭ বল হাতে রেখেই, ছয় উইকেটের ব্যবধানে।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘আপনারা বারবার ভারত–পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেন। আমার মতে, যখন দুই দল ১৫–২০ বার খেলবে আর ফলাফল সমানে সমান হবে, তখন সেটিকে রাইভালরি বলা...