বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের একটি ব্যাংকে থাকা আট কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন ঢাকার একটি বিশেষ আদালত। গত বৃহস্পতিবার আদালত এ আদেশ দেন। এই আদেশ ফিলিপাইনের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে আদালত থেকে এ আদেশের অনুলিপি সংগ্রহ করেছে সিআইডি। এটি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পরারাষ্ট্র মন্ত্রণালয় সেটি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে ওই দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবে। পাশাপাশি এটি যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার পক্ষের সহায়ক দলিল হিসাবে নিউইয়র্কের আদালতেও পাঠানো হবে। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ জানান, সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রাপ্ত তথ্য ও আলামত, ফিলিপাইন সরকারের সরবরাহকৃত পারস্পরিক আইনি সহায়তা অনুরোধের মাধ্যমে এ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি জানান, সংগৃহীত সাক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশের বিশেষ আদালত মানি লন্ডারিং প্রতিরোধ...