বৈশ্বিকীকরণের ধারা আমাদের চারপাশে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি, নতুন ধারণা এবং আধুনিক জীবনধারার ছাপ ফেলছে। কিন্তু এই তাড়াহুড়ো এবং পরিবর্তনের মাঝে আমরা ভুলে যাচ্ছি আমাদের স্থানীয় জ্ঞান ও প্রথাগত প্রজ্ঞার মূল্য। স্থানীয় কৃষি পদ্ধতি, ভেষজ চিকিৎসা, প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়া জীবনধারা—এই সবকিছুকে আমরা অনেক সময় ‘অবৈজ্ঞানিক’ লেবেল দিয়ে অবমূল্যায়ন করি, অথচ এরা শতাব্দী ধরে আমাদের পূর্বপুরুষদের অভিজ্ঞতা ও জীবনধারার ফলাফল। প্রথাগত কৃষি পদ্ধতি শুধুই ফলন নিশ্চিত করার উপায় নয়; এটি পরিবেশের সঙ্গে সমন্বয়, মাটির সুস্থতা বজায় রাখা এবং বন্যপ্রাণীর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার একটি প্রমাণিত উপায়। যে ফসল আমাদের পূর্বপুরুষরা চাষ করত, তা আধুনিক পদ্ধতির তুলনায় কম রসায়নিক ব্যবহার করে তৈরি হলেও পুষ্টিগুণে সমৃদ্ধ। ভেষজ চিকিৎসাও তাই; হাজার বছরের অভিজ্ঞতা ভেদে নির্বাচিত জড়ি-বুটির ব্যবহার প্রাকৃতিক ও কার্যকরী প্রমাণিত। সময় পরিবর্তন...