মাত্র কয়েক বছর আগে বিশ্বকে কাঁদানো করোনাকে যদি ‘প্রকৃতি’ কখনো অভিনন্দন জানায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর প্রধান কারণ, করোনাকালে প্রকৃতির ওপর চাপ অপেক্ষাকৃত অনেক কম ছিল। আবার অন্তত মনে হলো, ফেসবুকের জন্মদাতা জুকারবার্গ যদি করোনাকে অভিনন্দন জানান, তাও খুব একটা অন্যায় হবে বলে মনে হয় না। বিধির নিয়ম কারও পৌষমাস, কারও সর্বনাশ। করোনাঘাতে পৃথিবীর সব ধরনের ব্যবসা-বাণিজ্য যখন লাটে ওঠার উপক্রম, চিন্তায় চিন্তায় কারও চোখে কালির দাগ, কারও ঘুম হারাম, ঠিক তখন ফেসবুকের ব্যবসা রমরমা তো বটেই, এমনকি তুঙ্গে উঠে পা দোলায়। করোনাকালে সংক্রমিত হওয়ার ভয়ে আমরা যখন গৃহবন্দিত্বকে বেছে নিয়েছিলাম, সে সময়টাতে ভার্চুয়াল বিশ্বের অন্যতম মাধ্যম হিসেবে ফেবুর বাজারমূল্য আকাশছোঁয়া ছিল। স্নেহভাজন ওসমান রহমান কানাডা থেকে জানিয়েছিলেন ‘এই বছর বিশ্বের অর্থনীতি অভূতপূর্ব মন্দাজনিত সংকোচনের প্রেক্ষাপটে, মুখবন্ধুত্বের...