আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় চারটি স্বর্ণপদকের ইভেন্টের মধ্যে দুটি জিতে প্রথম ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বাগতিক বাংলাদেশ। রোববার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে দিনভর অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে দুটি স্বর্ণের পাশাপাশি তিন রুপা ও চারটি ব্রোঞ্জ জিতেছেন লাল-সবুজের কারাতেকারা। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় সোতোকান কারাতে আন্তর্জাতিক ফেডারেশনের (এসকেআইএফ) সাধারণ সম্পাদক, এসএ গেমস ও কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের স্বর্ণজয়ী সাবেক কারাতেকা সৈয়দ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ বাহার এবং দুই যুগ্ম সম্পাদক রেজাউল করিম মাসুম ও সৈয়দ রোকনুজ্জামান রনিসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার দলীয়করণ করেছিল।...