জাবেদের দুই সহযোগী আজিজ ও উৎপল পালকে রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তারা জাবেদ ও স্ত্রী রুকমিলা জামানের নামে-বেনামে থাকা সম্পদের কাগজপত্র লুকিয়ে রাখার তথ্য দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দুদক আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় তিন দিন ধরে অভিযানের পর এসব নথিপত্র জব্দ করতে সক্ষম হয়। এদিকে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ হাতবদলের উদ্যোগ নেওয়ার খবর পেয়ে দুদক জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছিল। রোববার চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আবদুর রহমান দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন। দুদক চট্টগ্রাম-১-এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে দেশে-বিদেশে অর্জিত সম্পদের তথ্য আড়াল করতেই নথিপত্রগুলো নিজের অফিস কিংবা বাসা থেকে সরিয়ে কঠোর গোপনীয়তার মাধ্যমে তাদের চালকের বাড়িতে রাখা হয়েছিল। দুদক জানায়, ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক...