প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্সেনাল। স্টপেজ টাইমে বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্টিনেলির গোল উদ্ধার করে গানারদের। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে বদলি হয়ে নেমে প্রভাব রাখলেন মার্টিনেলি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি। ম্যাচের আগে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেছিলেন, ‘শুধু শুরুর একাদশ নয়, আমার ফিনিশাররাও সমান গুরুত্বপূর্ণ।’ বিলবাও ম্যাচের পর করা মন্তব্য এমিরেটসেও সত্যি প্রমাণিত হলো। রবিবার নবম মিনিটেই এগিয়ে যায় সিটি। দুরন্ত এক কাউন্টার অ্যাটাকে আর্লিং হাল্যান্ড সহজ ফিনিশিংয়ে ডেভিড রায়াকে পরাস্ত করেন। প্রথমার্ধ জুড়ে জুবিমেন্দি–রাইস–মেরিনো ত্রয়ীর মাঝমাঠে সুযোগ তৈরি করতে হিমশিম খায় আর্সেনাল। দর্শকের হতাশা কাটে দ্বিতীয়ার্ধের শুরুতে। চোট থেকে ফেরা বুকায়ো সাকা ও এবেরেচি এজে নামতেই বদলে যায় খেলার গতি। জুবিমেন্দির শট...