ওষুধ খাতে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-জাপান যৌথ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। গাজীপুর ও টোকিওতে দুই পর্বে আয়োজিত এই বহুজাতিক উদ্যোগে অংশ নিচ্ছেন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিকেল কোম্পানি ৩১ প্রতিনিধি। প্রশিক্ষণের লক্ষ্য স্বাস্থ্যসেবা ও ফার্মাসিউটিক্যাল খাতে আধুনিক ও টেকসই বিপণন কৌশল গড়ে তোলা। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেল অনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।‘হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি’ শীর্ষক এ প্রশিক্ষণ আয়োজন করেছে জাপানের অ্যাসোসিয়েশন ফর ওভারসিজ টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড সাসটেইনেবল পার্টনারশিপস (এওটিএস) ও বাংলাদেশ এওটিএস অ্যালামনাই সোসাইটি (বিএএএস)। বাংলাদেশে প্রথমবারের মতো এই এওটিএস এনজিসি (বিদেশে প্রযুক্তিগত সহযোগিতা ও টেকসই অংশীদারিত্বের জন্য সংস্থা) প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে। এই প্রোগ্রামটি মূলত বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধির জন্য আয়োজন করে জাপান।প্রশিক্ষণের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত...