২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ এএম ভারতীয় নিউজ চ্যানেল ‘আজ তাক বাংলা’র বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ চেয়ে এবং এই চ্যানেলের অনলাইন কনটেন্ট ব্লক করার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল রোববার সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট মো: মাহমুদুল হাসান এ নোটিশ দেন। রেজিস্ট্রার্ড ডাক ও ই- মেইলে পাঠনো নোটিশটির ‘প্রাপক’ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান। নোটিশে বলা হয়. ভারতীয় নিউজ চ্যানেল ‘আজ তাক বাংলা’ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই নিউজ চ্যানেল নিয়মিতভাবে ভুয়া, মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করছে। যার মাধ্যমে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো...