গ্রুপপর্বে পাকিস্তানকে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দিতে পারেনি ভারত। সুপার ফোরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটাররা কিছুটা প্রতিযোগিতার ইঙ্গিত দিলেও, সালমান আলির করা স্কোর সহজেই অতিক্রম করে ভারত। ৬ উইকেটের জয় নিয়ে ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। ম্যাচে পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান করে। জবাবে নেমে মাত্র ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত। রান তাড়া করতে নেমে কোনো চাপই অনুভব করেনি ভারত। দুই ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে শুরুতেই ভালো সূচনা পায় ভারত। মাত্র ৫৯ বলে দুজন মিলে ১০৫ রান যোগ করেন। শুবমান গিল ২৮ বলে ৪৭ রান করে ফাহিম আশরাফের বলে বোল্ড হন। এরপর দলনেতা সূর্যকুমার যাদব দলীয় রান খাতা খুলতে না পেরে হ্যারিস রউফের বলে আবরার আহমেদের...