‘বাংলাদেশ তরিকত পার্টি (বিটিপি)’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান হলেও বর্তমানে দেশে এক ধরনের ‘নীরব নৈরাজ্য’ বিরাজ করছে। সারা দেশে মাজার শরিফে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, এমনকি কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানোর মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। খাদেমসহ বহু মানুষ খুন, গুম ও নিখোঁজ হয়েছেন। এ অবস্থায় দেশের মানুষ আতঙ্ক ও শঙ্কার মধ্যে জীবন যাপন করছে। তারা বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক সংকটের কারণে দেশের আকাশে ক্রমশ কালো ছায়া নেমে আসছে। এমন পরিস্থিতিতে নৈরাজ্যবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি আদর্শ রাষ্ট্র গঠনের দৃঢ় অঙ্গীকার নিয়ে তরিকত পার্টি আত্মপ্রকাশ করেছে। অনুষ্ঠানে তরিকত পার্টির পক্ষ থেকে ৩৭ দফা লক্ষ্য ও উদ্দেশ্য...