২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে টানটান উত্তেজনা ও অস্থিরতার মধ্যেও নির্ধারিত তারিখেই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক সেতাউর রহমান। তিনি বলেন, গতকালের ঘটনায় আমাদের নির্বাচনী কার্যক্রম ব্যাহত হয়নি। আমরা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। রাকসু যেহেতু দীর্ঘদিনের প্রত্যাশা, তাই সকলের সহযোগিতা প্রয়োজন। উপাচার্য স্যারও নির্বাচন চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। ২৫ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার দুপুরে রাকসুর কোষাধক্ষের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।শিক্ষক-কর্মকর্তারা যেহেতু কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেই ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করবেন কিনা এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষক কর্মকর্তাদের প্রতিনিধির সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে গতকালকের ঘটনার ভিত্তিতেই তারা আজকের কর্মসূচি দিয়েছেন এবং সকল জরুরি সেবা তাদের...