২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে প্রশাসনে সচিব পদে নিয়োগ, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকার অভিয়োগ উঠেছে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের বিরুদ্ধে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিভিত্তিক সিনিয়র এই সচিব ড মোখলেস উর রহমান অবশেষে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলী করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ বিতর্কিত কর্মকর্তা মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরানোয় প্রশাসনের সব সেক্টরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে খুশির জোয়ার বইছে। জনপ্রশাসন মন্ত্রণালয় হচ্ছে সরকারের মেরুদন্ড। এখানে অন্যায়, দুর্নীতি হলে গোটা প্রশাসন দুর্বল হয়ে পড়ে। ড. মোখলেস উর রহমান জনপ্রশাসন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি...