২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম মূলত ঠাণ্ডামাথার প্রতারক সিআইএ এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম। তবে বাংলাদেশের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তা ও ভারতের গোয়েন্দা সংস্থা র’-এর কয়েকজন কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ ছিল এই এনায়েত করিমের। ওই চক্রের সহযোগিতায় তিনি নিজেকে সিআইএয়ের বড় এজেন্ট প্রচার করে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তার কতিপয় কর্মকর্তার সাথে সখ্য তৈরি করেন। র’ ও বাংলাদেশের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সাবেক কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় অনেকের কাছ থেকেই মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ছয় থেকে সাতজন কর্মকর্তার সাথে সম্প্রতি তিনি সখ্য তৈরি করতে সক্ষম হন নিজেকে সিআইএয়ের এজেন্ট হিসেবে। গ্রেফতারের পর একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এমন...