২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামীলীগের দক্ষিণখান থানার সক্রিয় কর্মী আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানী হান্নানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।গতকাল রোববার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা বিমান বন্দর থানায় উপপরিদর্শক মো. আবু সাঈদ। এদিকে, আসামি পক্ষের আইনজীবী পিযুষ কান্তি রায় তার জামিন চেয়ে শুনানি করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত রোববার (২১ সেপ্টেম্বর) দক্ষিণখান থানাধীন আইনুচবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ এপ্রিল...