হত্যাকাণ্ডের দুই মাস পর এক তরুণীর খুনের রহস্যের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তরুণীর প্রেমিককে। জানা গেল, বিয়ে করতে চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে খুন করে ওই তরুণ। তবে এ কিলিং মিশনকে ভিন্ন খাতে ঠেলে দিতে প্রেমিকাকে খুনের পর তাঁর লাশের সঙ্গে সেলফি তোলেন প্রেমিক। পরে তাঁর দেহ ট্রলিব্যাগে ভরে বাইকে করে ৯৫ কিলোমিটার দূরে গিয়ে নদীতে ফেলে আসেন। পুলিশ ট্রলি ব্যাগের ভেতর থেকে তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, সুরজের সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় হয় আকঙ্খার। তার পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। প্রাথমকি তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিয়ের জন্য প্রেমিক সুরজকে চাপ দেওয়া শুরু করেন আকাঙ্খা। আর এখান থেকেই দু’জনের সম্পর্কে টানাপড়েনের সূত্রপাত। আকাঙ্খার প্রস্তাবে রাজি হচ্ছিলেন না সুরজ। শুধু তা-ই নয়, সুরজের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্কের...