গ্রেপ্তারকৃতরা হলেন—চুনজি নীট লিমিটেডের (চুনজি কর্পোরেশন) ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদার মো: জাফর উল্লাহ এবং চুনজি নীট লিমিটেডের (চুনজি কর্পোরেশন) পরিচালক ও অংশীদার মোসা. রফিকা তানজিম রবিবার রাতে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মধ্য বাসাবো এলাকার একটি বাসায়...