প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান মনে করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।জিল্লুর রহমান বলেন, “আমি বহুবার বলেছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেটি প্রকৃত অর্থে নির্বাচন হবে না। বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও বাড়াবে।”তিনি আরও বলেন, “রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন পর্যবেক্ষক হিসেবে আমি দেখছি—বাংলাদেশ যে পথে এগোচ্ছে, তাতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখছি না। আসলে নির্বাচনই দেখছি না।”আলোচনায় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক দুরবস্থার কথাও তুলে ধরেন জিল্লুর রহমান।...