গ্রুপ পর্বে ব্যাটে-বলে গুঁড়িয়ে যাওয়ার পর এবার সংগ্রহটা ভালোই পেল পাকিস্তান। কিন্তু বোলিং ও ফিল্ডিং ভালো হলো না তাদের। আভিশেক শার্মা ও শুবমান গিলের বিস্ফোরক জুটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের আবার হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর যাত্রা শুরু করল ভারত। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের জয় ৬ উইকেটে। দুবাইয়ে রোববার ১৭২ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে তারা। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান করা পাকিস্তান মাঝে কয়েকটি উইকেট হারানোয় রানের গতিও কমে যায়। শেষ তিন ওভারে ৪২ রান নিয়ে ১৭১ রানের পুঁজি গড়তে পারে তারা। ভারতের ফিল্ডিং হয় খুব বাজে। ক্যাচ ফেলে তারা চারটি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর প্রথমবার কোনো ম্যাচে এত বেশি ক্যাচ হাতছাড়া করল তারা। শূন্য রানে জীবন পেয়ে ৫...