প্রায় ১২ হাজার কিলোমিটার দূরত্বে পৃথিবীর দুই প্রান্তে কিছু সময়ের ব্যবধানে খেলতে নেমেছিলেন বর্তমান ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স আর সময়ের বাস্তবতায় দুজন এখন খেলেন অখ্যাত দুই লিগে। রোনালদো মাতিয়ে চলেছেন সৌদি আরব, মেসি নতুন প্রাণ এনেছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। আর দুজনই জোড়া গোল করে জিতিয়েছেন নিজেদের ক্লাবকে। রোনালদোর আল নাসর ৫-১ গোলে আল রিয়াদ এবং মেসির ইন্টার মায়ামি ৩-২ গোলে ডিসি ইউনাইটেডের বিপক্ষে জয় পায়। সৌদি প্রো লিগের ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। নাসরের অপর গোলটি করেন কিংসলে কোমান। মেজর লিগ সকারে জোড়া গোলের সঙ্গে অ্যাসিস্টও করেন মেসি। তার ওই অ্যাসিস্ট থেকে ৩৫ মিনিটে মায়ামির প্রথম গোলটি করেন তাদেও আলেনদে। হ্যাটট্রিকের সুযোগ ছিল আর্জেন্টাইন মহাতারকার সামনে। ৮৮ মিনিটে...