২০ দল নিয়ে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ শুরু হবে ১৫ নভেম্বর। এর আগে ১ থেকে ৩০ অক্টোবর মাসব্যাপী চলবে দলবদল। এবারই প্রথম মাস জুড়ে দল গঠনের সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। মূলত অনলাইনে নিবন্ধন সারার নতুন নিয়ম হওয়ায় বাড়ছে দলবদলের সময়। গত বছর ৫ আগস্ট গত আসরের শেষ ম্যাচ হওয়ার পর আর মাঠে গড়ায়নি এই লিগ। অসম্পূর্ণ এ লিগ বাতিল হয় রাজনৈতিক পটপরিবর্তনে। এরপর থেকেই শুরুর অপেক্ষা। পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সিনিয়র ডিভিশন ফুটবল লিগের বেশির ভাগ ক্লাবকেই ভুগতে হয়েছে। ক্লাবগুলোর নেতৃত্বে এসেছে পরিবর্তন। পাশাপাশি চরম অর্থ সংকটে ক্লাবগুলো লিগ বিলম্বে শুরুর অনুরোধ জানায় মহানগর ফুটবল লিগ কমিটির কাছে। তাই বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার ১০ মাস পর সিনিয়র ডিভিশন ফুটবল লিগ আয়োজনের পথে হাঁটছে। এই ধারাবাহিকতায় রবিবার অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করে...