২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ওয়াজ মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে মিথ্যা এবং বিতর্কিত বয়ান করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের প্রার্থী আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। দেশের তৌহিদা জনতার ধর্মভীরুতাকে পুজি করে জামায়াতের রাজনীতি তথা মওদুদীবাদী চেতনার প্রচার করেন আমির হামজা। কিন্তু দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে মিথ্যা বক্তব্য দেয়ায় তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘মুখ ফসকে কথা বের হয়েছে, ইচ্ছে করে বলিনি’। আমির হামজাকে জামায়াত থেকেও সতর্ক করে দেয়া হয়েছে এবং ওয়াজ মাহফিলে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে। একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে আমির হামজা নিজেই এ তথ্য জানিয়ে মিথ্যা বয়ানের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য...