২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ এএম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) সব ধরনের নেতিবাচক কর্মকা- থেকে বেরিয়ে আসতে হবে।গতকাল রোববার রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের ২০ ও ২১তম ব্যাচের দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সব ধরনের প্রলোভন ও প্ররোচনার ঊর্ধ্বে উঠে পিআইওদের কাজ করতে হবে। প্রশ্নের সম্মুখীন হতে হয়, এমন কাজ করা যাবে না। পিআইওদের সব ধরনের নেতিবাচক কর্মকা- থেকে বেরিয়ে আসতে হবে। উপদেষ্টা বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় সাধারণ জনগণ, বিশেষ করে দরিদ্রদের জীবনমান উন্নয়নের জন্য। এসব প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে সতর্কতার...