২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। যুগের পর যুগ ধরে এখানে অবৈধ মাদকের ব্যবসা হয়ে আসছে। আর এ অবৈধ মাদকের ব্যবসাকে কেন্দ্র করে নিজেদের অভ্যন্তরীই দ্বন্দ্বে কমপক্ষে ডজন খানেক খুনের ঘটনাও ঘটেছে। অতিরিক্ত প্রয়োজনীয় সংখ্যক ফোর্স ছাড়া ইচ্ছা করলেই যখন তখন এখানে অভিযান চালানো সম্ভব হয়ে ওঠে না আইনশৃঙ্খলা বাহিনীর। এছাড়া অত্যন্ত ঘিঞ্জি পরিবেশ ও সরু গলির কারণে অভিযানকালে অপরাধীরা সহজেই পালিয়ে যেতে পারে। অল্প সংখ্যক সদস্য নিয়ে অভিযান চালাতে গিয়ে এর আগে অপরাধীদের হামলায় পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে ৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধের চরম বিস্ফোরণ ঘটে। যেসব অপরাধী বাইরে ছিল তারাও চলে এসেছে নিরাপদ আশ্রয়ের ঘাটি জেনেভা ক্যাম্পে। শুধু তা-ই নয়, দাগী...