২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রংপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সিয়াম আহসান আয়ান। তার বাড়ি রংপুর জেলা কোতোয়ালি থানাধীন পীরপুর আলমনগর গ্রামে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। সিয়াম আহসান আয়ান আবু সাঈদ হত্যা মামলার ৬ নম্বর সাক্ষী। আয়ান গুলিবিদ্ধ আবু সাঈদকে প্রথম বাঁচাতে এগিয়ে আসেন। ওই দিনকার ঘটনাস্থলের বিস্তারিত বিবরণ দিয়ে সিয়াম আহসান আয়ান (১৮) বলেন, ১৫ জুলাই ২০২৪ তারিখ রাতে রংপুরে আমাদের একটি সম্মিলিত মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেই যে, ১৬ জুলাই ২০২৪ তারিখ দুপুর ১২টার দিকে রংপুর জিলা স্কুলের সামনে ছাত্রসমাজ একত্রিত হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে সেখানকার আন্দোলকারীদের সঙ্গে একত্রিত হবো। সিদ্ধান্ত অনুসারে আমরা মিছিল করে বেরোবির দিকে...