২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম তানজানিয়ার এক ব্যক্তি আট বছর ধরে জানতেন না যে, তার বুকে ভাঙা ছুরি আছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তানজানিয়ার ৪৪ বছর বয়সী এক ব্যক্তির বুক থেকে পুঁজ বের হওয়ার পর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।প্রতিবেদনে আরো বলা হয়েছে, রোগী ডাক্তারদের বলেন যে, তার কোনো ব্যথা বা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে না, তবে কেবল পুঁজ বের হচ্ছে। পরে, ডাক্তাররা রোগীকে পরীক্ষা করে দেখেন যে, তিনি যখন শ্বাস নিচ্ছেন, তখন তার বুক ডান দিকে পুরোপুরি প্রসারিত হচ্ছে না। এটি জানার পর রোগী ডাক্তারদের জানান যে, ৮ বছর আগে একটি তর্কের সময় তাকে বারবার বুকে, পিঠে, পেটে এবং মুখে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এবং সেই সময় কোনো চিকিৎসা-পরীক্ষা...