২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম নিজের ঘর থেকে ‘শুদ্ধি অভিযান’ শুরু করেছে দুর্নীতিবিরোধী একমাত্র রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন-দুদক। অভিযানের এ পর্যায়ে গতকাল রোববার বরখাস্ত করা হয়েছে সংস্থাটির সিস্টেম অ্যানালিস্ট মো. রাজিব হাসানকে। তাকে সাময়িক বরখাস্ত করা হয় দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। বরখাস্ত আদেশের বিষয়ে সংস্থার চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু সিস্টেম অ্যানালিস্ট মো. রাজিব হাসান, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা-এর বিরুদ্ধে গোয়েন্দা তথ্যানুসন্ধানে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকা-ে লিপ্ত থেকে স্বীয় স্বার্থ হাসিল করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিক সত্যতা পাওয়া যায়, এবং (২) যেহেতু গত ১৮-০৯-২০২৫ তারিখে অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের ‘অভ্যন্তরীণ দুর্নীতি দমন কমিটির...