২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অনেকটা পথ এগিয়ে ইসি। রোডম্যাপে উল্লেখিত তারিখের মধ্যে সীমানা পুনঃনির্ধারন করে চূড়ান্ত গেজেটও প্রকাশ করেছে ইসি। তবে ইসির সিদ্ধান্তের বিপরীতে কোনো আপত্তি বা পুনর্বিবেচনার সুযোগ না থাকলেও সংবিধানে ব্যক্তিস্বাধীনতার ব্যাখ্যায় যে কোনো ব্যক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করতে পারে। ফলে এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেয়া হবে এমনটাই বলেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। সীমানা চূড়ান্ত করার পূর্বে আপত্তি এবং সুপারিশ আবেদন করে ১ হাজার ৮৯৩টি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ করা হয়। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। মূলত আপত্তিটা আগে শুনেছে ইসি গতকাল রোববার পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে...