২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাভার উপজেলায় ঘোষিত ডি-গ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না। আইনভঙ্গ হলে একযোগে মোবাইল কোর্ট পরিচালনার করা হবে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইটভাটা মালিকদের অবশ্যই সহযোগিতা করতে হবে। অন্যথায় আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সঙ্গে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।উপদেষ্টা বলেন, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা এবং টায়ার পুড়িয়ে তেল প্রস্তুতকারী অবৈধ পাইরোলাইসিস কারখানা থেকে বায়ুদূষণ রোধে প্রয়োজনে রাতেও অভিযান চালানো হবে। একইসঙ্গে নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখলে বা পরিবহন...