বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা (পদস্হগিত) ফজলুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। এতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কয়েকজন নির্বাচিত সদস্য ও সম্পাদক। রাত ৯টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেন হলের সহ-সভাপতি (ভিপি) আজিজুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে অবদান রেখেছিল, তা সবারই জানা। তারা মেধারভিত্তিতেই এখানে ভর্তি হয়েছে। কিন্তু ফজলুর রহমান মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যে বর্ণবাদী ও অবমাননাকর কথা বলেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। তিনি প্রশ্ন তোলেন, আমরা বিএনপির কাছে জানতে চাই, ফজলুর রহমানের এই মন্তব্য কি ব্যক্তিগত, নাকি দলের পক্ষ থেকে...