জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকালে মদ দিয়ে কুলি করা হয় এমন একটি বিতর্কিত এবং বিভ্রান্তিকর মন্তব্য করে ইতিমধ্যে দেশব্যাপি সমালোচনার স্বীকার হয়েছেন আলোচিত ইসলামী আলোচক ও বক্তা আমীর হামজা। ইতিপূর্বে ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল জয় লাভ করার পর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব সলিমুল্লাহ হলে আজান দিতে দেয়া হয় না বলেও বিতর্কে আসেন তিনি। এছাড়া তার আলোচনায় বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার সৌন্দর্য বর্ণনা সহ নানাবিধ বিতর্কিত উদাহরণ বর্ণনার উপস্থিতি থাকে। যাতে ইতিমধ্যে বিরক্ত প্রকাশ করেছেন দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার ধর্মভীরু নাগরিক সমাজ। অবশ্য এরই মধ্যে আমির হামজার বক্তব্যের শক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সম্প্রতি আমির হামজা দাবি করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকালে মদ...