ডেঙ্গুর পরিস্থিতি এ বছর ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের মধ্যে সর্বোচ্চ দৈনিক মৃত্যু এবং গত এক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ রেকর্ড। এনিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে। ২০-২১ সেপ্টেম্বর সময়কালে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ৭৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৮৩১ জন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলছে। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে সর্বাধিক রোগী ঢাকায়। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ৩৮৪ জন। এরপর বরিশালে ১৬৫ জন, চট্টগ্রামে ৭৭ জন, ময়মনসিংহে ২২ জন, খুলনায় ৫২ জন, রাজশাহীতে ২৮...