টি-টোয়েন্টিতে ৭০ ম্যাচে ওপেনিং ওভার করেছেন শাহিন শাহ আফ্রিদি। আজই (রোববার) প্রথম তাকে একেবারে শুরুর ডেলিভারিতে ছক্কা হজমের অভিজ্ঞতা দিলেন অভিষেক শর্মা। যা কেবলই শুরু, এরপর অভিষেক-শুভমান গিল মিলে পাকিস্তানকে ব্যাটিং শিখিয়েছেন। দলীয় শতক পেরোন মাত্র ৮.৪ ওভারে। মাঝে রউফ-আবরাররা চেপে ধরার চেষ্টা করলেও, পুরো নিয়ন্ত্রণ নিতে পারেননি পাকিস্তানের পক্ষে। ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে জিতেছে ভারত। দুবাইয়ের এই পিচকে ব্যাটিং-বান্ধব বলা হচ্ছিল আগে থেকেই। আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও তার-ই স্বাক্ষর রেখে উড়ন্ত সূচনা পায়। কিন্তু ১০ ওভারে ৯১ রান তোলা দলটি মিডল অর্ডারের ব্যর্থতায় সর্বসাকুল্যে গড়ে ৫ উইকেটে ১৭১ রানের পুঁজি। সেটি যে যথেষ্ট ছিল না তা ভারতীয় ইনিংস শুরু হতেই ইঙ্গিত মেলে। অভিষেকের ঝোড়ো ৭৪ রানে ভর করে বিশ্বচ্যাম্পিয়নরা ১৮.৫ ওভারেই জয় নিশ্চিত...