শিক্ষা সচিব রেহানা পারভীনের আশ্বাসে অনশন কর্মসূচি ভঙ্গ করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফল প্রত্যাশী প্রার্থীরা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের আহ্বায়ক আপেল মাহমুদ অসুস্থ অনশনকারীদের পানি খাইয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। এর আগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশী প্রার্থীদের পক্ষ থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠকে সচিবের মৌখিক আশ্বাসের ভিত্তিতে তারা অনশন ভঙ্গ করেন। প্রতিনিধি দলে ছিলেন লিপিয়ারা খাতুন, মোরশেদা আক্তার, তাসনিম ও আব্দুল্লাহ আল মামুন। গত ১৭ সেপ্টেম্বর থেকে ফলাফলে বৈষম্যের প্রতিবাদ ও সনদ প্রদানের দাবিতে আমরণ অনশন শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। রোববার পর্যন্ত অন্তত পাঁচজন অনশনকারী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তবে তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।...