সাম্প্রতিক সময়ে প্রতারণা, দ্বন্দ্ব ও অপরাধ ক্রমেই ছড়িয়ে পড়ছে। জায়গা-জমি কিংবা উত্তরাধিকার সম্পদ নিয়ে মানুষ রক্ত ঝরাচ্ছে। সামান্য অর্থের জন্য ভেঙে যাচ্ছে আত্মীয়তার বন্ধন। অথচ আগের যুগের অধিকাংশ মানুষ ছিলেন সহজ-সরল, সৎ ও খোদাভীরু। সামান্য সম্পদের কারণে তাদের মাঝে ঝগড়া-বিবাদ হতো না। হাদিসে এমন এক ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে দুই কৃষকের মধ্যে নির্লোভ ও উদারতার অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। তারা আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করতেন। আজকের অশান্ত সমাজ যদি পূর্ববর্তী উম্মতের সততা ও সরলতার শিক্ষা গ্রহণ করে, তাহলে সমাজে শান্তি ও আলোকিত পরিবেশ ফিরবে, এতে কোনো সন্দেহ নেই। হাম্মাম ইবনে মুনাব্বিহ (রহ.) বলেন, আবু হুরায়রা (রা.) যে সকল হাদিস আমাদের কাছে বর্ণনা করেছেন সেগুলোর মধ্যে একটি এই যে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট থেকে...