মাঠে নামলেই গোলের দেখা পাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৪-১ গোলে হারায় হফেনহেইমকে। ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা কেইন করেন হ্যাটট্রিক। চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিকের স্বাদ পেলেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে ৭ গোল করলেন কেইন। আর চলতি মৌসুমে ৬ ম্যাচে তার গোল হলো ১০টি। ৩২ বছর বয়সী ইংলিশ তারকা এবার লিগে দলের প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। ২০২৩ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর থেকে, এই সময়েই দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন। ক্যারিয়ারে এটি তার ২৮তম হ্যাটট্রিক। লা লিগায় আবারও গোল করেছেন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে রিয়াল। ম্যাচের...