প্রতিশোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার ফোরে রোববার ভারতের কাছে ৬ উইকেটে হেরে ফিরতে হলো সালমান আলি আগার দলকে।গ্রুপ পর্বের মতোই আবারও একই পরিণতি হলো পাকিস্তানের। প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাকিস্তান তোলে ১৭১ রান। জবাবে ভারত ম্যাচ জিতে নেয় ৭ বল হাতে রেখে। ভারতের হয়ে অভিষেক শর্মা খেলেন ম্যাচজয়ী ইনিংস ৩৯ বলে ৭৪ রান, যেখানে ছিল ৬ চার ও ৫ ছক্কা। তার সঙ্গে শুরুতে ঝড় তোলেন শুবমান গিলও, ২৮ বলে করেন ৪৭ রান। ইনিংসের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদিকে ছক্কায় উড়িয়ে দেন অভিষেক। এরপর শুরু হয় ভারতীয় দুই ওপেনারের তাণ্ডব। মাত্র ২৪ বলে ফিফটি করেন অভিষেক। গিলও তাল মেলান সমানতালে। দুজন মিলে গড়েন পাকিস্তানের বিপক্ষে ভারতের ইতিহাসের সর্বোচ্চ উদ্বোধনী জুটি...