এসএম বদরুল আলমঃগণপূর্ত অধিদপ্তরে আবারো উঠে এসেছে এক ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির চিত্র। অভিযোগ রয়েছে, অধিদপ্তরের ১১ জন প্রকৌশলী চাকরি না করেও ব্যাকডেট দেখিয়ে সোয়া তিন কোটি টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি আদালতের স্থগিতাদেশের মধ্যেই ঘটেছে, যা নজিরবিহীন অনিয়ম হিসেবে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। ইতিমধ্যেই এ ঘটনা রাজধানীর সচেতন মহলে টক অব দ্য সিটিতে পরিণত হয়েছে। সরকারি চাকরিবিধি অনুযায়ী নবম গ্রেডে যোগদানকারীদের পদোন্নতির বিধান থাকলেও, ষষ্ঠ গ্রেডে সরাসরি নিয়োগ পাওয়া কর্মকর্তাদের জন্য এমন সুযোগ নেই। কিন্তু গণপূর্তের এই ১১ প্রকৌশলী নিয়ম ভেঙে নির্বাহী প্রকৌশলী (৫ম গ্রেড) পদে উন্নীত হয়েছেন। বাস্তবে তাদের উপ-বিভাগীয় প্রকৌশলী থাকা উচিত ছিল। অভিযোগ রয়েছে, এই অবৈধ পদোন্নতি ও নিয়োগে প্রভাব বিস্তার করেছেন সাবেক পূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া, রফিকুল ইসলামসহ প্রভাবশালী রাজনৈতিক...