এশিয়া কাপের এবারের আসরে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ধারাবাহিকতা বজায় রেখেই সুপার ফোরের প্রথম ম্যাচেও একই প্রতিপক্ষকে পরাজিত করে দারুণ সূচনা করলো সূর্যকুমার যাদবের দল। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেটে ১৭১ রান। লক্ষ্য তাড়ায় নামা ভারত ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে ৬ উইকেট আর ৭ বল হাতে রেখেই।আরো পড়ুন:কক্সের ব্যাটিং ঝলক আর বোলারদের দাপটে ইংল্যান্ডের সিরিজ জয়ভারতকে ১৭২ রানের টার্গেট ছুড়ল পাকিস্তান কক্সের ব্যাটিং ঝলক আর বোলারদের দাপটে ইংল্যান্ডের সিরিজ জয় রান তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা ও শুভমান গিল। মাত্র ৯.৪ ওভারেই দলীয় সংগ্রহ চলে যায় তিন অঙ্কে। ১০৫ রানের এই উদ্বোধনী জুটি ভাঙে গিলের বিদায়ে।...