কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দীন। তিনি জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির খারাইঙ্গাঘোনা খাল এলাকায় অভিযান চালানো হয়। রাত সাড়ে আটটার দিকে মিয়ানমার থেকে আসা সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পেলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে এগিয়ে যায়। সে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লুঙ্গিতে মোড়ানো খাকি রঙের প্যাকেট থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে, গতকাল রবিবার দুপুরে পালংখালী বিওপির আরেকটি বিশেষ টহলদল আঞ্জুমানপাড়া...