গ্যাব্রিয়েল মার্টিনেল্লি যেন এমিরেটসের নায়ক হয়ে উঠলেন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে দ্বিতীয়বার বদলি হিসেবে নেমে গোল উপহার দিলেন তিনি। রবিবার রাতে স্টপেজ টাইমে তার দারুণ লব শটই আর্সেনালকে ১-১ গোলের ড্রয়ে রক্ষা করল ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের হাত থেকে। খেলার নবম মিনিটেই এমিরেটসে নীরবতা নামিয়ে আনেন আরলিং হালান্ড। রক্ষণভাগ ভেঙে নিজের স্বভাবসুলভ নির্ভুলতায় গোল করে সিটিকে এগিয়ে নেন তিনি। রেইন্ডার্সের সুন্দর পাস থেকে বল পেয়ে মাত্র দুই টাচে গোলরক্ষক রায়াকে হারান নরওয়েজিয়ান তারকা। এ নিয়ে সিটি ও নরওয়ের হয়ে চলতি মৌসুমে আট ম্যাচে এটি তার ১৩তম গোল। আর প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে সপ্তম ম্যাচে পঞ্চম গোল।আরো পড়ুন:হালান্ডের রেকর্ড ভাঙা রাতে নাপোলিকে হারাল ম্যানসিটি২১ বছর পর এমন বাজে পরিস্থিতিতে ম্যানসিটি হালান্ডের রেকর্ড ভাঙা রাতে নাপোলিকে হারাল ম্যানসিটি সিটির এই ব্রেকথ্রু গোলের...